প্রকাশিত:
৭ অক্টোবর, ২০২৫
এবিসি নিউজ জানায়, বিধ্বস্তের ঘটনায় স্যাক্রামেন্টোতে বড় ধরনের উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। দুর্ঘটনার কারণে হাইওয়ের পূর্বমুখী যান চলাচল বন্ধ রয়েছে।
হেলিকপ্টারের একাধিক ক্রু সদস্যকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে রিচ এয়ার মেডিক্যাল সার্ভিসেস। তবে বিধ্বস্তের সময় হেলিকপ্টারে কোনো রোগী ছিলেন না বলে সংস্থাটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, হেলিকপ্টারটি ইউসি ডেভিস মেডিক্যাল সেন্টার থেকে উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্যাক্রামেন্টোর ফায়ার ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া সাংবাদিকদের বলেন, আহতদের মধ্যে একজন পাইলট, একজন নার্স এবং একজন প্যারামেডিক রয়েছেন। আহতদের মধ্যে দুজন নারী এবং একজন পুরুষ। সিলভিয়া বলেন, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৮ মিনিটের দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কোনও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়নি।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পুলিশ জানায়, তারা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত পরিচালনা করবে। তদন্ত চলাকালীন সংস্থাগুলোকে সব ধরনের সহায়তা দেয়া হবে বলেও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ফ্রিওয়ে থেকে সরানো প্রসঙ্গে হাইওয়ে পুলিশ এক বিবৃতিতে জানায়, এ বিষয়ে এনটিএসবি ও এফএএ এর সাথে আলোচনার পর তারা সিদ্ধান্ত নেবে।